আহ্বান

‘ডিটিজাল বাংলাদেশ জয় পরিষদ’ এর লক্ষ্য ও কর্মসূচীকে সামনে রেখে আপামর জন সাধারণের সঙ্গে মিলিত হয়ে আধুনিক সমাজ বি-নির্মানে এদেশের শিক্ষিত মেধাবী তরুণ-তরুনীদেরকে যোগ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছে। সমগ্র সমাজ ব্যবস্থার মুক্তির মধ্যেই তারুণ্যের মুক্তি নিহিত। যুব শ্রেণির সংঘবদ্ধ শক্তিকে সচেতনভাবে দৃঢ়তা নিয়ে এগিয়ে আসতে হবে। ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ সকল যুবক, তরুন-তরুনীদের সংঘবদ্ধ সংগঠন। তাদের আশা-আকাঙ্খার প্রতীক। ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ এর স্বার্থ এক ও অভিন্ন। যুব শ্রেণির অধিকার অর্জন ও নতুন জীবন গড়ে তোলার লক্ষ্যে এই পরিষদের পতাকা তলে সমবেত হওয়ার জন্যে ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ সম্মানীত প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (সনজু) ও সাধারণ সম্পাদক সুজন কুমার সরকার বাংলাদেশের সকল যুবক, তরুন-তরুনীর নিকট আহ্বান জানাচ্ছে। ‘তারুণ্যে জীবনের সূচনাময়ী সূর্যোদ্বয় এক অকল্পনীয় সাইক্লোন চেতনা। তরুণেরাই পারে দীর্ঘদিনের জড়তা ও জীবনবিরোধী সব প্রথা ও বিশ্বাস গুঁড়িয়ে দিতে, পৃথিবীর সব জাতির সব ধর্মের মানুষের মঙ্গল সাধন করতে, জাতীয় জীবনে উত্তরনের দিশা দিতে, সৃজনশীল প্রাণ শক্তি ও সাহায্যের বলে পৃথিবীকে সুন্দরভাবে সাজাতে, চিন্তার জড়তাকে অতিক্রম করে মুক্ত বুদ্ধির ও বিবেকের প্রতিষ্ঠা করতে, মানবতা কল্যাণে আত্মনিয়োগ করতে, মনুষ্যত্ববোধ উজ্জীবিত হয়ে মানব মর্যাদা ও সৌন্দর্য চেতনার সমন্বয় ঘটাতে, কর্মের মাধ্যমে ধরনীতে নব-জীবনের আর্শীবাদ আনতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে। পড়ালেখার পাশা-পাশি সমাজ ও দেশ সেবার মনোভাব তৈরীতে সুখী-সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াবো। তারুন্যের পরিপূর্ণ বিকাশের জন্যে ডিজিটাল বাংলাদেশের রূপকার গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২১ ও ভিশন ২০৪১’ কে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশ সেবার মন্ত্রে উজ্জীবিত হয়ে ডিজিটাল সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে আমরা অবিচল ভাবে দৃঢ়তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’এর উদ্ধার্থ আহ্বান-আসুন আমরা সুখী-সমৃদ্ধশালী আত্মমর্যাদা সম্পন্ন ও উন্নতদেশ গড়তে আত্ম-নিয়োগ করি।