সদস্যপদ লাভের যোগ্যতা

১. যাঁরা বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে তথা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন।

২. যাঁদের পিতা ও পিতামহ মহান মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী পরিবারের রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সে সকল পরিবারের সন্তান।

৩. যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই উপ-মহাদেশের বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড: এমএ ওয়াজেদ মিয়া (সুদা মিঞা), গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বুকে লালন করেন তারা এই ‘ডিজিটাল বাংলাশে জয় পরিষদ’ এর সদস্যপদ পাওয়ার যোগ্যতা রাখেন।

৪. সর্বোপরি চাকুরীজীবি, শিক্ষক, সকল পেশাজীবি ও ব্যবসায়ী যারা নিজ নিজ অবস্থানে একজন সফল আদর্শ মানুষ হিসাবে সামাজিক ভাবে পরিচিত ও প্রতিষ্ঠিত।

৫. বাংলাদেশের সকল পেশাজীবি, কর্মজীবি, ব্যবসায়ী, যুবক, তরুন-তরুনী এই পরিষদের ঘোষণাপত্র, কর্মসূচি, লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি বিশ্বাসী হলে এবং গঠনতন্ত্র ও সিদ্ধান্ত মেনে চললে এই পরিষদের সদস্য হতে পারবে। প্রাথমিক সদস্যের  বার্ষিক নিম্নতর চাঁদা হবে ৩০০০ (তিন হাজার) টাকা। প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যগের অধিকার সকল সদস্যেরই থাকবে।