১। নামঃ এই পরিষদের নাম হবে ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’।
ইংরেজি ভাষায় ‘‘Digital Bangladesh Joy Porishad”
সংক্ষেপে- (D.B.J.P) ‘জয় পরিষদ’ এবং ইংরেজিতে নামে অবহিত হবে।
২। মূলনীতিঃ এই পরিষদের মূলনীতি হবে ৫ (পাঁচ)টি, যেমন শিক্ষা-শান্তি-সেবা-প্রযুক্তি-ডিজিটাল।
৩। পতাকাঃ এই পরিষদের পতাকার পরিমাপ হবে ৫:৩ দৈর্ঘ্য:প্রস্থ। অনুপাত হবে- উপরের ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) সাদা এবং নিচের ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) ঘন সবুজ। পতাকার উপরের ভাগে বাম পাশে পাঁচটি মূলনীতি তারকা খচিত মূলনীতি গুলি উলম্বভাবে আঁকা থাকবে।
৪। প্যাড/ব্যানার গঠনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য ও প্রযুক্তির কর্ণধার আগামী প্রজম্মের তারুন্যের অহংকার সজীব আহমেদ ওয়াজেদ জয়ের ছবি পরিষদের মূল ব্যানারের বাম পার্শ্বে থাকবে। ব্যানারের ডান পার্শ্বে থাকবে পরিষদের মনোগ্রাম।
৫। মনোগ্রামঃ মনোগ্রামের গোলাকার বৃত্তের মাঝে উপরিভাগের বাম পার্শ্বে বই-কলম দ্বারা স্থাপন। উপরের ডান পার্শ্বে ‘‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’’ সংক্ষিপ্ত আকারে ইংরেজিতে নাম। মনোগ্রামের নিচের ভাগে নৌকা প্রতিক দ্বারা স্থাপন এবং নৌকার নিচে গোলাকার ভাবে পাঁচটি মূলনীতি লিপিবদ্ধ থাকবে। মনোগ্রামের গোলাকার বৃত্তের উপরিভাবে পরিষদের সম্পূর্ণ নাম বাংলায় গোলাকার আকারে লেখা থাকবে এবং গোলাকার বৃত্তের নিচের অংশে পাটগাছ দ্বারা দুই পার্শ্বে সন্নিবেশিত থাকবে।
৬। ভাষাঃ ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ এর কার্য নির্বাহের প্রধান ভাষা হবে বাংলা এবং ২য় ভাষা হবে ইংরেজি।
৭। কার্যালয়ঃ ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ এর প্রধান ও কেন্দ্রীয় কার্যালয় হবে ঢাকায়।
৮। পোষ্টার/ফেষ্টুন গঠনঃ সকল ক্ষেত্রে প্রচারিত মাধ্যম হিসাবে ব্যবহৃত ব্যানার, ফেষ্টুন, পোষ্টার, লিফলেট-এ ছবি ব্যবহারের ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণতন্ত্রের মানস কণ্যা জননেত্রী শেখ হাসিনা, তথ্য প্রযুক্তির কর্নধার জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় সহ এবং ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবির আকার যুগোপযোগী করে স্থাপন করতে হবে।
৯। সাংগঠনিক কাঠামোঃ
‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ নিম্নলিখিত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে গঠিত হবে:
(ক) উপদেষ্টা পরিষদ
(খ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
(গ) জেলা পরিষদ
(ঘ) মহানগর পরিষদ
(ঙ) বৈদেশিক পরিষদ
(চ) থানা পরিষদ
(ছ) ইউনিয়ন ও ওয়ার্ড পরিষদ
ক) উপদেষ্টা পরিষদঃ ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ এর একটি উপদেষ্টা পরিষদ থাকবে। কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হবে ১১ জন। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তার ক্ষমতাবলে প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়াতে পারবেন। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সভাপতি কর্তৃক মনোনীত হবেন। উপদেষ্টা পরিষদ এই পরিষদের করণীয় সম্পর্কে পরামর্শ বা দিক নির্দেশনা দেবেন। জেলা, মহানগর, বৈদেশিক, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রের অনুরূপ উপদেষ্টা পরিষদ গঠিত হবে। জেলায় ৭ জন, মহানগরে ৭ জন, উপজেলা/থানায় ৫ জন, ইউনিয়নে ৫জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হবে।
খ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদঃ ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদের সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা হবে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। পরিষদের সংযোজন-বিয়োজন, সংশোধন এবং সাংগঠনিক সকল নির্বাহী সিদ্ধান্তের ক্ষমতা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের হাতে ন্যাস্ত থাকবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আকার হবে ১১১ সদস্য বিশিষ্ট।
‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামো
পদবিন্যাস নিম্নরূপ |
সদস্য সংখ্যা | |
১। | সভাপতি | ১ জন |
২। | সহ-সভাপতি | ১০ জন |
৩। | সাধারণ সম্পাদক | ১ জন |
৪। | যুগ্ম-সাধারন সম্পাদক | ৫ জন |
৫। | সাংগঠনিক সম্পাদক | ৮ জন |
৬। | প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৭। | সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৮। | দপ্তর সম্পাদক | ১ জন |
৯। | সহ-দপ্তর সম্পাদক | ১ জন |
১০| | অর্থ বিষয়ক সম্পাদক ও সহ অর্থ বিষয়ক সম্পাদক | ২ জন |
১১। | তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ২ জন |
১২। | তথ্য-গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং সহ তথ্য-গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক | ২ জন |
১৩। | আইন বিষয়ক সম্পাদক | ১ জন |
১৪। | সহ-আইন বিষয়ক সম্পাদক | ২ জন |
১৫। | শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক এবং সহ শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক | ২ জন |
১৬। | আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক | ২ জন |
১৭। | স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সহ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক | ২ জন |
১৮। | যুব ও ক্রীড়া সম্পাদক এবং সহ যুব ও ক্রীড়া সম্পাদক | ২ জন |
১৯। | সমাজকল্যাণ সম্পাদক এবং সহ সমাজকল্যাণ সম্পাদক | ২ জন |
২০। | জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং সহ জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক | ২ জন |
২১। | কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সহ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক | ২ জন |
২২। | পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সহ পরিবেশ বিষয়ক সম্পাদক | ২ জন |
২৩। | বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ২ জন |
২৪। | সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক | ১ জন |
২৫। | সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক | ১ জন |
২৬। | ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৭। | সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৮। | শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক | ২ জন |
২৯। | মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
৩০। | সহ-মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
৩১। | ধর্ম বিষয়ক সম্পাদক এবং সহ ধর্ম বিষয়ক সম্পাদক | ২ জন |
৩২। | সদস্য | ৪৬ জন |
সর্বমোট = | ১১১ জন |
ঘ) মহানগর পরিষদঃ ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’এর মহানগর পরিষদ থাকবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক মহানগর পরিষদ অনুমোদন দিবে এবং মহানগর পরিষদ জেলা পরিষদের মর্যাদা ভোগ করবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ মহানগর পরিষদ গঠন ও বিলুপ্ত করতে পারবে। মহানগরের সভায় মহানগর পরিষদের সভাপতি সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় পরিষদ থেকে কোন নেতৃবৃন্দ অতিথি হিসাবে থাকলে তারা পর্যায়ক্রমে প্রধান বা বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করবে। মহানগর পরিষদের আকার হবে ৬১ সদস্য বিশিষ্ট। তার মধ্যে ৩১ জন হবে কর্মকর্তা ৩০ জন হবে সদস্য।
মহানগর পরিষদের কাঠামো
পদবিন্যাস নিম্নরূপ | ||
১। | সভাপতি | ১ জন |
২। | সহ-সভাপতি | ৫ জন |
৩। | সাধারণ সম্পাদক | ১ জন |
৪। | যুগ্ম-সাধারন সম্পাদক | ২ জন |
৫। | সাংগঠনিক সম্পাদক | ২ জন |
৬। | প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৭। | সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৮। | দপ্তর সম্পাদক | ১ জন |
৯। | সহ-দপ্তর সম্পাদক | ১ জন |
১০। | অর্থ বিষয়ক সম্পাদক | ১ জন |
১১। | তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ১ জন |
১২। | আইন বিষয়ক সম্পাদক | ১ জন |
১৩। | শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক | ১ জন |
১৪। | স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক | ১ জন |
১৫। | যুব ও ক্রীড়া সম্পাদক | ১ জন |
১৬। | সমাজকল্যাণ সম্পাদক | ১ জন |
১৭। | জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক | ১ জন |
১৮। | কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক | ১ জন |
১৯। | পরিবেশ বিষয়ক সম্পাদক | ১ জন |
২০। | বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ১ জন |
২১। | সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক | ১ জন |
২২। | ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৩। | মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৪। | সহ-মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৫। | ধর্ম বিষয়ক সম্পাদক | ১ জন |
২৬। | সদস্য | ৩১ জন |
সর্বমোট = | ৬১ জন |
ঙ) থানা/উপজেলা পরিষদঃ বাংলাদেশের প্রতিটি থানা/উপজেলয় একটি করে থানা/উপজেলা ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ থাকবে। জেলা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পরামর্শক্রমে থানা/উপজেলা পরিষদ গঠন করবে। থানা/উপজেলা পরিষদ বিলুপ্তির ক্ষমতা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের হাতে ন্যস্ত থাকবে। থানা/উপজেলা পরিষদের সভাপতি থানা/উপজেলার সকল সভায় সভাপতিত্ব করবে। কেন্দ্রীয়, মহানগর, জেলার কোন নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত থাকলে পর্যায়ক্রমে প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করবে। থানা/উপজেলা পরিষদ জেলা পরিষদের তত্ত্বাবধায়নে সকল কার্যনির্বাহী আদেশ ও কার্যাবলী সম্পাদন করবে। থানা/উপজেলা পরিষদের আকার হবে- ৫১ সদস্য বিশিষ্ট্য।
থানা/উপজেলা পরিষদের কাঠামো
পদবিন্যাস নিম্নরূপ | ||
১। | সভাপতি | ১ জন |
২। | সহ-সভাপতি | ৫ জন |
৩। | সাধারণ সম্পাদক | ১ জন |
৪। | যুগ্ম-সাধারন সম্পাদক | ২ জন |
৫। | সাংগঠনিক সম্পাদক | ২ জন |
৬। | প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৭। | সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৮। | দপ্তর সম্পাদক | ১ জন |
৯। | সহ-দপ্তর সম্পাদক | ১ জন |
১০ | অর্থ বিষয়ক সম্পাদক | ১ জন |
১১। | তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ১ জন |
১২। | আইন বিষয়ক সম্পাদক | ১ জন |
১৩। | শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক | ১ জন |
১৪। | স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক | ১ জন |
১৫ | যুব ও ক্রীড়া সম্পাদক | ১ জন |
১৬ | সমাজকল্যাণ সম্পাদক | ১ জন |
১৭। | জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক | ১ জন |
১৮। | কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক | ১ জন |
১৯। | পরিবেশ বিষয়ক সম্পাদক | ১ জন |
২০। | বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ১ জন |
২১। | সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক | ১ জন |
২২। | ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৩। | মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৪। | সহ-মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৫। | ধর্ম বিষয়ক সম্পাদক | ১ জন |
২৬। | সদস্য | ২০ জন |
সর্বমোট = | ৫১ জন |
চ) ইউনিয়ন ও ওয়ার্ড পরিষদঃ থানা/উপজেলা পরিষদের তত্ত্বাবধায়নে একটি ইউনিয়ন ও ওয়ার্ড ‘ডিজিটাল বাংলাদেশ জয় পরিষদ’ থাকবে। ইউনিয়ন ও ওয়ার্ড পরিষদের সভাপতি সকল সভায় সভাপতিত্ব করবেন। থানা/উপজেলা পরিষদ জেলা পরিষদের পরামর্শক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পরিষদ গঠন করবে এবং জেলা পরিষদের সম্মতিক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পরিষদ বিলুপ্ত করতে পারবে। ইউনিয়ন ও ওয়ার্ড পরিষদের আকার হবে- ৪১ সদস্য বিশিষ্ট।
ইউনিয়ন ও ওয়ার্ড পরিষদের কাঠামো
পদবিন্যাস নিম্নরূপ |
||
১। | সভাপতি | ১ জন |
২। | সহ-সভাপতি | ২ জন |
৩। | সাধারণ সম্পাদক | ১ জন |
৪। | যুগ্ম-সাধারন সম্পাদক | ২ জন |
৫। | সাংগঠনিক সম্পাদক | ৩ জন |
৬। | প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৭। | সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ জন |
৮। | দপ্তর সম্পাদক | ১ জন |
৯। | অর্থ বিষয়ক সম্পাদক | ১ জন |
১০। | তথ্য-গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক | ১ জন |
১১। | আইন বিষয়ক সম্পাদক | ১ জন |
১২। | শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক | ১ জন |
১৩ | স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক | ১ জন |
১৪। | যুব ও ক্রীড়া সম্পাদক | ১ জন |
১৫। | সমাজকল্যাণ সম্পাদক | ১ জন |
১৬ | জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক | ১ জন |
১৭। | কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক | ১ জন |
১৮। | পরিবেশ বিষয়ক সম্পাদক | ১ জন |
১৯। | বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক | ১ জন |
২০ | সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক | ১ জন |
২১। | ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক | ১ জন |
২২। | শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক | ১ জন |
২৩। | মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৪ | সহ-মহিলা বিষয়ক সম্পাদক | ১ জন |
২৫। | ধর্ম বিষয়ক সম্পাদক | ১ জন |
২৬। | সদস্য | ১২ জন |
সর্বমোট = | ৪১ জন |